পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ সন্ন্যাসী । না না, এলি যদি, তবে যাস্নে চলিয়া । আমি ত ডাকিনি তোরে, নিজে এসেছিস, একটুকু দাড়া, তোরে দেখি ভালো করে। সংসারের পরপারে ছিলেম যে আমি, সহসা জগৎ হতে কে তোরে পাঠালে। সেথা হতে সাথে করে কেন নিয়ে এলি দিবালোক, পুষ্পগন্ধ, স্নিগ্ধ সমীরণ ? কিবা তোর স্থধাকণ্ঠ, স্নেহমাখা স্বর ? মরি কি অমিয়াময়ী লাবণ্য-প্রতিমা । সরলতাময় তোর মুখখানি দেখে জগতের পরে মোর হতেছে বিশ্বাস । তুই কি রে মিথ্যা মায়া, ছ দণ্ডের ভ্রম। জগতের গাছে তুই ফুটেছিস্ ফুল জগৎ কি তোরি মত এত সত্য হবে ? চল বাছা গুহা হতে বাহিরেতে যাই । সমুদ্রের এক পারে রয়েছে জগৎ, সমুদ্রের পরপারে আমি বসে আছি, মাঝেতে রহিলি তুই সোনার তরণী— জগৎ-অতীত এই পারাবার হতে মাঝে মাঝে নিয়ে যাবি জগতের কুলে। ( প্রস্থান ) \3) ο 8