এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সন্ন্যাসী । প্রকৃতির প্রতিশোধ দশম দৃশু) গুহার বাহিরে আহ একি চারিদিকে প্রভাত বিকাশ । এ জগৎ মিথ্যা নয়, বুঝি সত্য হবে, মিথ্যা হয়ে প্রকাশিছে আমাদের চোখে । অসীম হতেছে ব্যক্ত সীমারাপ ধরি । যাহা কিছু, ক্ষুদ্র ক্ষুদ্র অনন্ত সকলি, বালুকার কণা, সেও অসীম অপার, তারি মধ্যে বাধা আছে অনন্ত আকাশ— কে আছে, কে পারে তারে আয়ত্ত করিতে ? বড় ছোট কিছু নাই সকলি মহৎ । আঁখি মুদে জগতেরে বাহিরে ফেলিয়া অসীমের অন্বেষণে কোথা গিয়েছিনু ! সীমা ত কোথাও নাই—সীমা সে ত ভ্ৰম । ভালো করে পড়িব এ জগতের লেখা, শুধু এ অক্ষর দেখে করিব না ঘৃণা । লোক হতে লোকান্তরে ভ্ৰমিতে ভ্ৰমিতে, একে একে জগতের পৃষ্ঠা উলটিয়া, ক্রমে যুগে যুগে হবে জ্ঞানের বিস্তার। বিশ্বের যথার্থ রূপ কে পায় দেখিতে । \වය (r 20