পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ গেল, সব ডুবে গেল, হইল বিলীন, হৃদয়ের অগ্নিজালা সব নিভে গেল । বালিকার প্রবেশ বালিকা। পিতা, পিতা, কোথা তুমি, পিতা। সন্ন্যাসী । ( চমকিয় ) কেরে তুই ? চিনিনে, চিনিনে তোরে, কোথা হতে এলি ? বালিকা। আমি, পিতা, চাও পিতা, দেখ পিতা, আমি ! সন্ন্যাসী । চিনিনে, চিনিনে তোরে, ফিরে যা, ফিরে যা । আমি কারো কেহ নই আমি যে স্বাধীন । বালিকা । ( পায়ে পড়িয়া ) আমারে যেয়ে না ফেলে, আমি নিরাশ্রয়— শুধায়ে শুধায়ে সবে তোমারে খুজিয়া বহু দূর হতে পিতা, এসেছি যে আমি । সন্ন্যাসী । ( সহসা ফিরিয়া আসিয়া, বুকে টানিয়া) আয় বাছা বুকে আয় ঢাল অশ্রুধারা, ভেঙে যাক এ পাষাণ তোর অশ্রস্রোতে, আর তোরে ফেলে আমি যাব না কোথাও, তোরে নিয়ে যাব আমি নূতন জগতে । পদাঘাতে ভেঙেছিনু জগৎ আমার— ছোট এ বালিকা এর ছোট দুটি হাতে আবার ভাঙা জগৎ গড়িয়া তুলিল । \ర్సి 8)