পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ আহা, তোর মুখখানি শুকায়ে গিয়েছে, চরণ দাড়াতে যেন পারিছে না আর । অনিদ্রায়, অনাহারে, মধ্যাহ্নতপনে তিন দিবসের পথ কেমনে এলিরে ? আয়রে বালিকা তোরে বুকে করে নিয়ে যেথা ছিনু ফিরে যাই সেই গুহামাঝে । ( প্রস্থান ) দ্বাদশ দৃশ্য গুহার দ্বারে সন্ন্যাসী এইখানে সব বুঝি শেষ হয়ে গেল ! যে ধ্যানে অনন্তকাল মগ্ন হব বলে আসন পাতিয়াছিনু বিশ্বের বাহিরে, আরম্ভ না হতে হতে ভেঙে গেল বুঝি। তারি মুখ জাগে মনে সমাধিতে বসে, তারি মুখ হৃদয়ের প্রলয় আঁধারে সহসা তারার মত কোথা ফুটে ওঠে, সেই দিকে আঁখি যেন বদ্ধ হয়ে থাকে, ○>8