পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



পরিত্যক্ত

চলে গেল—তার কিছু নাই কহিবার।
চলে গেল—তার কিছু নাই গাহিবার।
শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে
দীনহীন হৃদয় আমার,
শুধু বলিতেছে
“চলে গেল, সকলেই চলে গেল গো!”
বুক শুধু ভেঙে গেল দলে' গেল গো!

বসন্ত চলিয়া গেলে বর্ষা কেঁদে কেঁদে বলে-
“ফুল গেল, পার্থী গেল
আমি শুধু রহিলাম, সবি গেল গো।”
দিবস ফুরালে রাতি স্তব্ধ হয়ে রহে,
শুধু কেঁদে কহে—
“দিন গেল, আলো গেল—রবি গেল গো,
কেবল একেলা আমি——সবি গেল গো।”
উত্তর বায়ুর সম প্রাণের বিজনে মম
কে যেন কাঁদিছে শুধু
“চলে গেল চলে গেল
সকলেই চলে গেল গো!”

১৯