পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃতির প্রতিশোধ পঞ্চদশ দৃশ্য পথে লোকারণ্য ১ । ওরে, আজ আমাদের রাজপুত্রের বিয়ে। ২ । তা’ত জানি । ৩ । ছুটে চল, ছুটে চল, ছুটে চল । ৪ । রাজার বাড়ি নবৎ বসেছে কিন্তু ভাই আমাদের ডুগডুগি না বাজলে আমোদ হয় না। তাই কাল সারারাত্রি মোধোকে আর হরেকে ডেকে তিন জনে মিলে কেবল ডুগডুগি বাজিয়েছি । স্ত্রী। হাগা রাজপুত্তরের বিয়ে হবে—মুড়িমুড়কি বিলোনো হবে না ! ১। দূর মাগী, রাজপুত্তরের বিয়েতে কি মুড়িমুড়কি বিলোনো হয় ? গুড়, ছোলা, চিনির পানা— ২। নারে না, খুড়ো আমার সহরে থাকে, তার কাছে শুনেছি, দই ছাতু দিয়ে ফলার হবে। অনেকে। ওরে তবে আজ আনন্দ করে নেরে, আনন্দ করে নে । ১ । ওরে ও সর্দারের পো, আজ আবার কাজ কৰ্ত্তে বসেছিস্ কেন, ঘর থেকে বেরিয়ে আয় — ৩২১ 21