এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রকৃতির প্রতিশোধ ২। আজ যে শালা কাজ করবে তার ঘরে আগুন লাগিয়ে দেব । ৩। নারে ভাই, বসে বসে, মালা গাথচি দরজায় ঝুলিয়ে দিতে হবে। স্ত্রী । ( রুদ্যমান সন্তানের প্রতি ) চুপ কর, কঁাদিসনে, কাদিসনে—আজ রাজপুত্তরের বিয়ে—আজ রাজবাড়িতে যাবি, মুঠো মুঠো চিনি খেতে পাবি। يميه ( কোলাহল করিতে করিতে প্রস্থান ) সন্ন্যাসীর প্রবেশ সন্ন্যাসী । জগতের মুখে আজি এ কি হাস্য হেরি ! আনন্দতরঙ্গ নাচে চন্দ্রসূৰ্য্য ঘেরি । আনন্দহিল্লোল কাপে লতায় পাতায়, আনন্দ উচ্ছ,সি উঠে পাখীর গলায়, আনন্দ ফুটিয়া পড়ে কুসুমে কুসুমে। কতকগুলি পথিকের প্রবেশ ১ । ঠাকুর প্রণাম হই । ૨ | প্রভুগো প্রণাম । ৩ । এই ছেলেটিরে মোর আশীৰ্ববাদ কর । ৪ । পদধূলি দাও প্রভু নিয়ে যাই শিরে। ৫ । এনেছি চরণে দিতে গুটি দুই ফুল । ৩২২