এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সন্ন্যাসী । প্রকৃতির প্রতিশোধ কেন এরা সবে মোরে করিছে প্রণাম— আমি ত সন্ন্যাসী নই—ওঠ ভাই ওঠ— এস ভাই আজ মোরা করি কোলাকুলি । আমিও যে একজন তোমাদেরি মত, তোমাদেরি গৃহমাঝে নিয়ে যাও মোরে – জান কি কোথায় আছে মেয়েটি আমার ? শুধাইতে কেন মোর করিতেছে ভয় ?— তার মান মুখ দেখে কেহ কি তোমরা ডেকে নিয়ে যাও নাই গৃহে তোমাদের ? সে বালিকা কোথাও কি পায়নি আশ্রয় ? ষোড়শ দৃশ্য গুহামুখ ধূলায় পতিত বালিকা সন্ন্যাসীর দ্রুত প্রবেশ নয়ন-আনন্দ মোর,–হৃদয়ের ধন,— মেহের প্রতিমা, ওগো, মা, আমি এসেছি— ধূলায় পড়িয়া কেন,—ওঠ মা, ওঠ মা— পাষাণেতে মুখখানি রেখেছিস্ কেন ?— రివరి