পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

মুগ্ধ নিখিল মন দক্ষিণ পবনে
গায় রভস-রস গান।
বসন্ত-ভূষণ-ভূষিত ত্রিভুবন,
কহিছে দুখিনী রাধা,
কঁহিরে সাে প্রিয়, কঁহি সাে প্রিয়তম,
হৃদি-বসন্ত সাে মাধা?
ভানু কহে অতি গহন রয়ন অব,
বসন্ত সমীর শ্বাসে
মােদিত বিহ্বল চিত্ত-কুঞ্জল
ফুল্ল বাসনা-বাসে।


৩২৮