এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
কৈস মিটাওসি প্রেমপিপাসা
কঁহা বজাওসি বাঁশি?
পীতবাস তুহু কথিরে ছােড়লি,
কথি সাে বঙ্কিম হাসি?
কনক হার অব পহিরলি কণ্ঠে,
কথি ফেকলি বনমালা?
হৃদিকমলাসন শূন্য করলিরে,
কনকাসন কর আলা।
এ দুখ চিরদিন রহল চিত্তমে
ভানু কহে, ছি ছি কালা,
ঝটিতি আও তুহু হমারি সাথে,
বিরহব্যাকুলা বালা।
৩৩৩