পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

সজনি সজনি রাধিকালাে
দেখ অবহু চাহিয়া,
অলসগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুম হার,
নীল নিবিড় আঙিয়া।
পাটলরস-রাগরঙ্গে
করপদতল রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ
মিলন গীত গাওরে,
চঞ্চল মঞ্জীর-মন্দ্রে
কুঞ্জ গগন ছাওরে।
উজ্জ্বল কর মন্দিরতল
কনক দীপ জ্বালিয়া,
নির্ম্মল কর কুঞ্জ-বীথি
গন্ধ সলিল ঢালিয়া।
মল্লিকা চমেলি বেলি
সঞ্চয় কর বালিকা,
যুঁথি জাতি, বকুল মুকুলে
গ্রন্থন কর মালিকা।

৩৩৪