এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
তৃষিত-নয়ন ভানুসিংহ
নিকুঞ্জ-পথ চাহিয়া
অলস গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
৩৩৫
তৃষিত-নয়ন ভানুসিংহ
নিকুঞ্জ-পথ চাহিয়া
অলস গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।