পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

শুন সখি বাজই বাঁশি।
শশিকরবিল নিখিল শূন্যতল
এক হরষরসরাশি।
দক্ষিণপবন-বিচঞ্চল তরুগণ,
চঞ্চল যমুনা বারি,
কুসুম সুবাস উদাস ভইল, সখি,
উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিত গতি,
সরম ভরম গয়ি দূর,
নয়ন বারি-ভর, গরগর অন্তর,
হৃদয় পুলক-পরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,
সাে কি হমারই শ্যাম?
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি
সাে কি হমারই নাম?
কত কত যুগ সখি পুণ্য করনু হম,
দেবত করনু ধেয়ান,
তবত মিলল সখি শ্যাম রতন মম,
শ্যাম পরাণক প্রাণ।

৩৩৮