পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

শুনত শুনত তব মােহন বাঁশি
জপত জপত তব নামে,
সাধ ভইল ময়, প্রাণ মিলায়ব
চাঁদ-উজল যমুনামে!
“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,
ধরহ সখীজন হাত,
নীদ-মগন মহী, ভয় ডর কছু নহি,
ভানু চলে তব সাথ।”


৩৩৯