পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী

গহন কুসুম-কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশী বাজে,
বিসরি ত্রাস লোেকলাজে
সজনি, আও আও লাে।
অঙ্গে চারু নীল বাস,
হৃদয়ে প্রণয় কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,
কুঞ্জ বনমে আও লাে॥
ঢালে কুসুম সুরভভার,
ঢালে বিহগ সুরব-সার,
ঢালে ইন্দু অমৃত-ধার
বিমল রজত ভাতিরে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে,
অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে,
ফুটল সজনি পুঞ্জে পুঞ্জে
বকুল যূথি জাতিরে।
দেখ সজনি শ্যামরায়,
নয়নে প্রেম উথল যায়,

৩৪০