পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
১২

শ্যাম, মুখে তব মধুর অধরমে
হাস বিকাশত কায়,
কোন স্বপন অব দেখত মাধব,
কহবে কোন হমায়!
নীদ-মেঘপর স্বপন-বিজলি সম
রাধা ভাতিছে হাসি।
শ্যাম, শ্যাম মম, কৈসে শােধব
তুঁহুঁক প্রেমঋণ-রাশি।
বিহঙ্গ, কাহ তু বােলন লাগলি,
শ্যাম ঘুমায় হমারা,
রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব
শীতল জোছন-ধারা।
তারক-মালিনী সুন্দর যামিনী
অবহুঁন যাওরে ভাগি,
নিরদয় রবি, অব কাহ তু আওলি
জ্বাললি বিরহক আগি।
ভানু কহত অব “রবি অতি নিষ্ঠুর,
নলিন-মিলন অভিলাষে
কত নর নারীক মিলন টুটাওত,
ডারত বিরহ-হুতাশে।”


৩৪৮