পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সুখের বিলাপ


হৃদয়ে একেলা শুয়ে শুয়ে
সুখ শুধু এই গান গায়
“নিতান্ত একেল আমি যে
কেহ—কেহ—কেহ নাই হায়!”
আমি তারে শুধাইনু গিয়া—
“কেন, সুখ, কার কর আশা?”
সুখ শুধু কাঁদিয়া কহিল-
ভালবাসা, ভালবাসা গো!
সকলি—সকলি হেথা আছে
কুসুম ফুটেছে গাছে গাছে,
আকাশে তারকা রাশি রাশি
জোছনা ঘুমায় হাসি হাসি,
সকলি সকলি হেথা আছে,
সেই শুধু—সেই শুধু নাই,
ভালবাসা নাই শুধু কাছে!

অবশ নয়ন নিমীলিয়া
সুখ কহে নিশ্বাস ফেলিয়া—
“এই তটিনীর ধারে, এই শুভ্র জোছনায়,
এই কুসুমিত বনে, এই বসন্তের বায়,
কেহ মোর নাই একেবারে,
তাই সাধ গেছে কাঁদিবারে!

২৩