পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
১৭

কো তুহু বােলবি মােয়।
হৃদয়-মাহ মঝু জাগসি অনুখণ,
আঁখ উপর তুহু রচলহি আসন,
অরুণ নয়ন তব মরম সঙে মম
নিমিখ ন অন্তর হােয়।
কো তুহু বােলবি মােয়?

হৃদয় কমল, তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তােয়।
কো তুহু বােলবি মােয়?

বাঁশরি-রব তুঝ অমিয় গরলরে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরলরে,
আকুল কাকলি ভুবন ভরলরে,
উতল প্রাণ উতরােয়।
কো তুঁহুঁ বােলবি মােয়?

হেরি হাসি তব মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,

৩৫৭