পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত

তাই সাধ যায় মনে মনে
মিশাব এ যামিনীর সনে,
কিছুই রবে না আর প্রাতে,
শিশির রহিবে পাতে পাতে।”
সুখ বলে——“এ জন্ম ঘুচায়ে
সাধ যায় হইতে বিষাদ!”
“কেন সুখ, কেন হেন সাধ?”
“নিতান্ত একা যে আমি গো-
কেহ যেকেহ যে নাই মোর।”
“সুখ কারে চায় প্রাণ তোর?
সুখ, কার করিস্ রে আশা?”
সুখ শুধু কেঁদে কেঁদে বলে
“ভালবাসা——ভালবাসা গো!”


২৪