পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হৃদয়ের গীতিধ্বনি


ওকি সুরে গান গাস্ হৃদয় আমার?
শীত নাই, গ্রীষ্ম নাই, বসন্ত শরৎ নাই,
দিন নাই, রাত্রি নাই—
অবিরাম অনিবার—
ওকি সুরে গান গাস হৃদয় আমার?
বিরলে বিজন বনে—বসিয়া আপন মনে
ভূমিপানে চেয়ে চেয়ে, এক-ই গান গেয়ে গেয়ে—
দিন যায়, রাত যায়, শীত যায়, গ্রীষ্ম যায়,
তবু গান ফুরায় না আর!

মাথায় পড়িছে পাতা, পড়িছে শুকানো ফুল,
পড়িছে শিশির-কণা, পড়িছে রবির কর—
পড়িছে বরষা-জল ঝরঝর ঝরঝর—
কেবলি মাথার 'পরে করিতেছে সমস্বরে
বাতাসে শুকানো পাতা মরমর মরমর;
বসিয়া বসিয়া সেথা বিশীর্ণ মলিন প্রাণ
গাহিতেছে এক্-ই গান, এক্-ই গান, এক্-ই গান।

২৫