পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত


দুঃখ তুই ঘুমা!
ধীরে—উঠিতেছে গান—
ক্রমে ছাইতেছে প্রাণ,
নীরবতা ছায় যথা সন্ধ্যার গগন।
গানের প্রাণের মাঝে, তোর তীব্র কণ্ঠস্বর
ছুরির মতন—
তুই—থাম্ দুঃখ থাম্,
তুই—ঘুমা দুঃখ ঘুমা!

কাল্ উঠিস্ আবার,
খেলিস্ তুরন্ত খেলা হৃদয়ে আমার।
হৃদয়ের শিরাগুলি ছিঁড়ি ছিঁড়ি মোর
তাইতে রচিস্ তন্ত্রী বীণাটির তোর
সারাদিন বাজাস্ বসিয়া
ধ্বনিয়া হৃদয়।–
আজ রাত্রে র’ব শুধু চাহিয়া চাঁদের পানে
আর কিছু নয়।–


৩২