এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অসহ্য ভালবাসা
প্রাণ যেথা কথা ভুলে যায়,
আপনারে ভুলে যায় হিয়া,
অচেতন চেতনা যেথায়
চরাচর ফেলে হারাইয়া।
এমন কি কেহ নাই, বল্ মোরে, বল্ আশা,
মার্জনা করিবে মোর অতি—অতি ভালবাসা।
৩৫
প্রাণ যেথা কথা ভুলে যায়,
আপনারে ভুলে যায় হিয়া,
অচেতন চেতনা যেথায়
চরাচর ফেলে হারাইয়া।
এমন কি কেহ নাই, বল্ মোরে, বল্ আশা,
মার্জনা করিবে মোর অতি—অতি ভালবাসা।