পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পাষাণী

জগতের বাতাস করুণা,
করুণা সে রবি শশী তারা,
জগতের শিশির করুণা,
জগতের বৃষ্টিবারিধারা।
জননীর স্নেহধারাসম
এই যে জাহ্নবী বহিতেছে,
মধুরে তটের কানে কানে
আশ্বাস-বচন কহিতেছে-
এও সেই বিমল করুণা-
হৃদয় ঢালিয়া বহে যায়,
জগতের তৃষা নিবারিয়া
গান গাহে করুণ ভাষায়।
কাননের ছায়া সে করুণা,
করুণা সে ঊষার কিরণ,
করুণা সে জননীর আঁখি,
করুণা সে প্রেমিকের মন;—
এমন যে মধুর করুণা,
এমন যে কোমল করুণা,

৪৯