এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুদিন
তার সেই মুখখানি——কঁদো-কাঁদো মুখ,
এলানো কুন্তল-জালে ছাইয়াছে বুক,
বাষ্পময় আঁখি দুটি অনিমিখ আছে ফুটি
আমারি মুখের পানে; অঞ্চল লুটিছে,——
থেকে থেকে উচ্ছ্বসিয়া কাঁদিয়া উঠিছে,——
সুকুমার কুসুমটি—জীবন আমার——
বুক চিরে হৃদয়ের হৃদয় মাঝার
শত বর্ষ রাখি যদি দিবস রজনী
মেটে না মেটে না তবু তিয়াষ আমার;——
শত ফুল-দলে গড়া সেই মুখ তার,
স্বপনেতে প্রতি নিশি হৃদয়ে উদিবে আসি,
এলানো আকুল কেশে, আকুল নয়নে।
সেই মুখ সঙ্গী মোর হইবে বিজনে——
নিশীথের অন্ধকার আকাশের পটে
নক্ষত্র গ্রহের মাঝে উঠিবেক ফুটে
ধীরে ধীরে রেখা রেখা সেই মুখ তার,
নিঃশব্দে মুখের পানে চাহিয়া আমার।
চমকি উঠিব জাগি শুনি ঘুম-ঘোরে,
“যাবে তবে? যাবে?” সেই ভাঙা ভাঙা স্বরে।
ফুরালো দুদিন—
শরতে যে শাখা হয়েছিল পত্রহীন
৫৫