পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সন্ধ্যা-সঙ্গীত

যেমনি নয়ন মেলি, হায়,
সুখের নিমেষটির প্রায়,
অতৃপ্ত হাসিটি মুখে লয়ে
অমনি কেন গো মরে যাই?”

শুয়ে শুয়ে অশোক-পাতায়
মুমূষু শিশির বলে “হায়!
কোনো সুখ ফুরায়নি যার
তার কেন জীবন ফুরায়!”

“আমি কেন হইনি শিশির?”
কহে কবি নিশ্বাস ফেলিয়া।
“প্রভাতেই যেতেম শুকায়ে
প্রভাতেই নয়ন মেলিয়া!
হে বিধাতা, শিশিরের মত
গড়েছ আমার এই প্রাণ,
শিশিরের মরণটি কেন
আমারে করনি তবে দান?”


৬০