পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

օօ সম্পূর্ণ সম্ভাবনা। যাহার স্বৰ্গীয়ভাবোচ্ছ সময়ী সুমধুর পদাবদি অদ্যপি বঙ্গের ঘরে ঘরে গীত । হইতেছে, সেই কবিবর, yরামপ্রসাদ সেনের প্রণীত তিনখানি কাব্য কালকবলিত হইলে যে, বঙ্গভাষার ইতিহাস মুম্বন্ধে কিছুই ক্ষতি হইবে মা, এ কথাটি অসংশয়ে বল। যাইতে পারে না। কারণ অপরাপর প্রাচীন গ্রন্থকারগণের ন্যায় কবিবর পরামপ্রযুদি সেনও অনেকাংশে বঙ্গভাষার ভাবপুষ্টি ও শব্দপুষ্টি বিধান করিয়াছেন। কৃষ্ণকীৰ্ত্তন সমগ্র পাওয়া যায় না, তথাপি যে দুই এক পৃষ্ঠা পাওয়া যায়, তাইই বা বিলুপ্ত হয় কেন ? বৰ্তমান গ্রন্থে কবিরঞ্জন বলিয়। যাহাক উল্লেখ করা হইয়াছে, তিনিই কবিবর ৮রামপ্রসাদ সেন । কবিরঞ্জন তাহার উপাধি। অনেকেরই মতে তিনি ভারতচঞ্জের সমসাময়িক কবি এবং তাহার বিদ্যাসুন্দর ভারতচন্দ্রকৃত বিদ্যাঞ্ছনারে পূর্বে বিরচিত। আবার কেহ কেহ ইহাও বলিয়। থাকেন, যদিও দুই একটি ঘটনাংশে ভারতচন্দ্রর বিদ্যাসুন্দরের সহিত কবিরঞ্জন বিদ্যাসুন্দরের কিছু কিছু বৈলক্ষ্য দৃষ্ট হয়, তথাপি কবির ভারতচন্দ্র 孔