পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যে উহাকেই প্রধান অবলম্বন করিয়া উহার বিদ্যামুন্দর রচনা করিয়াছিলেন,তাহা একপ্রকার নিঃসন্দেহে প্রতিপন্ন করা যাইতে পারে। ফুক্ষণে জিজ্ঞাস্য, ভাষার ইতিহাসের বিশেষ এমন কি আবশ্বকতা আছে? আমরা বলি, আছে। ইহা একটি সাধরণ নিয়ম, সে জাতির রাতি, নীতি, আচার, ব্যবহার, রুচি ও• ধৰ্ম্মভাব প্রভৃতি যখন যে ভাবে প্রবাহিত বুর, তখন সেইগুলি সেই জার্তায় লব্ধপ্রতিষ্ঠ কাব্যাদিতে প্রায় ঠিক সেই ভাবে প্রস্ফরিত হই থাকে। সুতরাং আমরা কোন একখানি লব্ধপ্রতিষ্ঠ কাব্য যে সময়ের, তাহতে সাধারণতঃ ঠিক সেই সময়ের সমাজচ্ছবি দেখিতে পাই এবং তাহ। হইতে তৎকালান লোকের মানসিক ভাবোন্নতির সীমাও নিৰ্দ্ধারণ করতে পারি। এতদ্ভিন্ন কোন সময়ের কাব্যে কোন সময়ের সমাজচ্ছবি দেখিয়া, এই জাতুি এই প্রথায় উন্নত অথবা এই জাতি এই প্রথায় স্তবনত হইয়াছিল, এইরূপ আলোচনা করিয়া বর্তমানে আমরা আমাদিগের কৰ্ত্তব্য অবধারণ করিয়া লইতে পারি। অতএব ভ্যুর