পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t পদাবলী । রাগিণী পিলু বাহার—তাল খং ! ভবের আশ্ব খেলুবো পাশা, বড়ই আশা মনে ছিল । মিছে আশা ভাঙ্গ দশ প্রথমে পঞ্জুড়ী পড়লো ॥ পবার আঠার ষোল, যুগে যুগে এলেম ভাল । শেষে কচে বার পেরে মাগে৷ পঞ্জী ছক্কার বদ্ধ হলো ॥ চন্দ্ৰই আট, ছচার দশ কেহ নয় ম আমার বশ । আমার খেলাতে না হলো যশ, এবার বাজী ভোয় হ’ল ॥১৩ রাগিণী ললিত বিভাস—তাল একতাল। কেবল আশার আশা, ভবে আসা, আসা মাত্র হলে । যেমন চিত্রের পদ্মেতে পড়ে, ভ্রমর ভুলে ম। নিম খাওয়ালে, চিনি বলে, কথায় করে ছলে । ওমা মিঠার লোতে, তিত মুখে সারা দিনটা গেলে । মা খেলবে বলে, ফাকি দিয়ে নাবালে ভূতলে । এবার যে খেল খেলালে মাগে, আশা ন পূরিল ॥ রামপ্রসাদ বলে ভবের খেলায়, যা হবার তাই হলে । এথন সন্ধ্য। বেলার, কোলের ছেলে, ঘরে নিয়ে চলে ॥১৪ প্রসাদী সুর—তাল একতালা । মন করেনি। স্বশ্বের আশ । বদি অভর পুদে লবে বাস ॥ হেীয়ে ধৰ্ম্ম তনয় ত্যজে আtলর, বনে গমন হেরে পাশ । হেীয়ে দেবের দেব সদ্বিবেচক ষ্ট্রেইতে শিবের দৈন্ত দৃশ ।