পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

感* পদাবলী। ३१ হোক দিলে দিলে বাজী, তাতেও আছি রাজি, এবার এ বাজী ভোর গো ! এমা দিতিস দিতাম, নিতাম খেতাম, মজুরি করিয়ে তোর। এবার মজুরি হলোন, মজুর চাব কি, কি জোরে করি জোর গো ॥ আছ তুমি কোথা, আমি কোথা, মিছামিছি করি শোর। শুধু শোর করা সারা ভোর যে কুধারা, মোর যে বিপদ ঘোর গো এম বেীর মূহানিশি, মনোযোগে জাগে, কি কাৰ্য তোল কঠোর। আমুর હન ওকুল হুকুল গেল, সুধা না পেলে চকোর গো । এম আমি টানি কোলে, মন টানে পিছে, দারুণু করম ডোর। রামপ্রসাদ কহিছে পড়ে দুটানায় মরে মন ভূঁড়াচোর গো ॥১ রাগিণী সোহিনী—তাল একতাল।। আয় দেখি,মন চুরি করি, তোমায় আমায় একত্র রে। শিবেয় সৰ্ব্বস্ব ধন মায়ের চরণ, যদি আস্তে পারি হরে ৷ জাগ ঘরে চুরি করা ইথে যদি পড়ি ধরা। তবে মানবদেহের দফা সীরা, বেঁধে নিবে কৈলাসপুরে । গুরবাক্য দৃঢ় করে, যদি যাইতে গtfর ঘরে । ভক্তিবান হরকে মেরে; শিবন্ধ পদ লব কেড়ে ॥৫২ প্রসাদী স্থর-তাল একতাল।। কালীর নাম বড় মিঠা । সদ্য গান কর পান কর এট{ {