পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ পদাবলী । হিসাব বাকি থাকে বদি, দিবনারে তোদের কাছে । ওরে রাজা থাকতে কোটালের দোহাই,কো দেশেতে কে দিয়াছে শিবরাজ্যে বসতি করি, শিব আমার পাট্টা দিয়াছে। রাসপ্রসাদ বলে সেই পাট্টান্তে, ব্ৰহ্মময়ী সাক্ষী আছে ॥৭৩ প্রসাদী সুর—তাল একতালা । ওরে, মন কি ব্যাপারে এলি । ও তুই ন চিনিরে কায়ের গোড়া, লাভে মূলে হাবাইলি । ওকদত্ত রত্নভরে, কেন ব্যাপার না করিলি । ও তুই কুসঙ্গেতে থেকে রত, মধ্যে তী ডুবাইণি ॥ শ্ৰীবালপ্রসাদে বলে, সে অর্থ কেন না আনিলি । ও ঠোর ব্যাপারেতে লাভ হবে কি, মহাজনকে মজাইলি ॥৭ প্রসাদী স্থর-তাল একতাল।। অভর পদে প্রাণ সঁপেছি । অামি আর কি খমের ভয় রেখেছি । কালীনাস কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি । আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি। : দেহের মধ্যে সুজন যেজন, তার ঘরেতে শুরু করেছি। এবার শমন এলে, হৃদয় খুলে, দেখাব ভেবে রেখেছি । সারাৎসার তারানাম, আপন শিখাঞ্জে বেঁধেছি। স্বামপ্রসাদ ৰলে দুর্গা বলে, বাত্র করে বসে আছি ॥৭৫