পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী। \):S প্রসাদী সুর—তাল একতালা । ইথে কি আর আপদ আছে। - এই যে,তারার জমী অামার দেহ ॥ বাতে দেবের দেব কৃষাণ হয়ে মহামন্ত্রে বীজ বুনেছে। ধৈর্য্য গোটা, ধুৰ্ম্ম বেড়া, এদেগের চৌদিক ঘেরেছে। এখন কাল চোরে কি কৰ্বে পারে, মহাকাল রক্ষক ররেছে ৷ দেখে শুনে ছয়টা বলদ, ঘর ছোতে বাহির হরেছে। কালীন অস্ত্রের তীক্ষুধারে, পাপ তৃণ সব কেটেছে । . প্রেমভক্তি তুরষ্ট তায়, অহৰ্নিশি বর্যি তছে । কাণী কল্পতরুবরে রে ভাই, চতুৰ্ব্বৰ্গ ফল ধরেছে ॥৭৭ • রাগিণী পিলু বাহার-তাল যৎ । ওরে মন বলি, ভজ কালী,ইচ্ছা छग्र cगं वiळi८द्र । মুখে গুরুদন্ত সন্থ কর, দিবানিশি জপ করে । শয়নে প্ৰণাম জ্ঞান, নিদ্রার কর মাকে ধ্যান, ওরে নগর ফির মনে কয়, প্রদক্ষিণ শুীম মাৱে ॥ বত শ্বোন কর্ণ পটে, সকলি মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশৎ বর্ণমল্পী, বর্ণে বর্ণে নাম ধরে ॥ - ੱ: রামপ্রসাদ য়টে, ব্ৰহ্মময়ী সৰ্ব্ব ঘটে, ওরে আহার কর মনে কর, আহুতি দেই স্তাম। মাৱে ॥৭