পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । 敏尔 ভt৭ ঐকবিরঞ্জনে, বাঞ্ছা করেছি মনে, করুণাবলোকনে, কলুব চয় কর নাশ । তব নাম বদলে, যে প্রকাশে সে জনে, প্রভাব এ কথা আভাষ ॥১০৭ • রাগিণী খাশ্বাজ—তাল ধিমাতেতাল।। হুহুঙ্কারে সংগ্রামে ও কে বিরাজে বাম । কামরিপু মোহিনী ও কে বিরাঞ্জে বাম ॥ তপন দহন শশী, ত্রিনয়নী ও রূপী, কুবলয় দল তন্থশ্যাম । বিবসন এ তরুণী, কেশ পড়িছে ধরণী, সমরনিপুণ গুণধাম । কহিছে প্রসাদ সার, তারিণী সম্মুখে बाई, ধমঞ্জরী বাঙ্গাইয়া দাম ॥১০৮ রাগিণী খাম্বাঞ্জ—তাল ধিমাতেতালা । বীমা ও কে এলোকেশে। সঙ্গিনী রঙ্গিন, ভৈরব যোগিনী, রণে প্রবেশে অতি দ্বেযে ॥ কি মুখে হাসিছে, লাজ না বাগিছে, নাচিছে মহেশ উরসে । ঘোর সমরে মগন, হয়েছে লগলা, পিবতি সুধা কি আবেশে } চলিয়। ঢলিয়ু যাইছে চলিস্থা, ধয় রে বলির ঘন হাসে । কাহার নারী রে, চিনিতে নারি রে, মোহিত করেছে ছিন্নবেশে । - "tরে আর ভুজয়ে, ও পদে মঞ্জয়ে, রূপে আলে। কপ্লিছে দিগদশে । কি করি রণে যে, হয়েছে মনে CŞs, প্রসাদ ভণে রে চল কৈলাসে ॥১০৯৪