পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&B পদাবলী । গঙ্গ রর্থরথী করত গ্রাস, মুরাসুর নর হৃদয় ত্রাস, দ্রুত চলত ঢলত রসে গর গর, নরকর কটদেশ । কহিছে প্রসাদ ভূবনপালিকে, করুণাংকুকু জননী কালিকে ভব পারাবার তরাবার ভুরি, হরবধু হর ক্লেশ ॥১২৪ রাগিণী বিবিট—তাল একতাল।। কে মোহিনী ভালে ভাল শশী পরম রূপসী বিহুরে সমরে বাম, বিগলিত কেশী । গুকু অনু অমানিশ, দিগম্বরী বtল৷ কৃশ, সব্যে বরাভর, বাম করে মুগু অসি । মরি কিবা অপরূপ, মিরথ দনুজ ভূপ, স্বরী কি অমুরী কি পন্নগী কি মানুষী । জয়ী হব বার বলে, সেই প্রভূ শব ছলে, পদে মহাকাল, কালরূপ হেন বাসি ৷ নানারূপ মায়। ধ~ে, কটাক্ষে মানস হরে, ক্ষণে বপু বিরাট বিকট মুখে হালি । ক্ষ৭ে ঘরান্তলে ছুটে, ক্ষণেকে আকাশে উঠে, ভণে দামপ্রসাদ সার, না জান মহিমা মার, চৈতম্যরূপিণী নিত্য ব্ৰহ্ম মহিষ । ষেই শ্যাম সেই শ্যামা, অকার আকারে বাম}, আবার করিয়া লোপ, অসি ভাব বঁাশী ॥১২৫