পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । ৭৩ রাগিণী-ললিত বিভাস—তাল আড়খেমটা । কালী নামে গণ্ডী দিয়ে আছি দাড়াইয়ে। শোরেশমন তোরে কই, আমিতে আটাশে নই, তোর কথা কেন্স রবু ময়ে। ছেলেয় হাতের মাওয়া নর য়ে থাবে হুলকে দিরে ॥ কটু বলুবি সাজাই পাবি, মাকে দিব করে । সে ফেকুতান্ত দলী শ্যাম, বড় ক্ষেপ মেরে ॥ স্ত্ররামপ্রসাদে জেন, কয় শ্যাম গুণ গেয়ে, আমি ফাকি ধিরে চলে যাব, চক্ষে ধূলা দিয়ে ॥১৪৪ প্রসাদী সুর—তাল একতাল। জয় কালী জর কাণী বল । লোকে বলে বলুবে পাগল হলো ॥ লোকে মদ বলে বলবে, তার করে তোর বরে গেল। আছে ভাল মন্দ দুটো কথা, যা ভাল তাই করা ভাল,॥১৪৫ রাগিণী খটভৈরবী—তাল পোস্তা। . জানিগে জানিগে তার তোমার যেমন করুণ । ষ্ট্রে দ্বিমাস্তরে পুরন। খেন্তে, কাক পেটে ভাত গেটে সোণী ॥ কেহ যায় মা পলুৰ্কী চড়ে, কেহ তারে কাদে করে, কেহ গায়ে দেয় শাল দেfশালা কেহ পায়ন ছেড়া টেন ॥১৪৬