পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& পদাবলী। .ዓቖ» রাগিণী গারাভৈরবী—তাল যৎ । ভেবে দেখ মন কেউ কার নয়, মিছে ফের ভূমণ্ডলে । দিন দুই তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই বলে। “আবার সে কৰ্ত্তরে দিবে ফেলে, কালাকালের কৰ্ত্ত এণে ॥ যার জন্যে মর ভেবে, সেকি সঙ্গে যাবে চলে । সেই প্রেয়সী দিবে গোবর ছড়া, অমঙ্গল হবে বলে । স্ত্রীরামপ্রসাদ বলে শমন যখন ধরবে চলে। তখন ডাকবি কালী কালী বলে কি করিতে পাবে কালে ॥১৫৮ রাগিণী খাম্বাজ—তাল আৰ্দ্ধt. কাণী তারার নাম জপ মুখে রে । " যে নামে শমন ভয় বাবে দূরে য়ে । যে নামেতে শিব সন্ন্যাসী, হইল শ্মশানবাণী, এ" আদি দেব ধারে না পায় ভাiবয়। রে । ডুবু ডুবু হুইল ভরা থেকে বলে ডুবে রে । তবু ভুলtহতে পার বগি ভেtণ1নাথের মন রে ॥ আমি অতি মুঢ়মতি, ন জানি ভকতি স্তুতি, দ্বিধ রাম প্রসাদের মতি, চরণতলে রেখে রে ॥১৫৯০ রাগিণী ভৈরবী—তাল একতাল। গেলন গেলনা দুঃখের কপাল । গেলন গেণনা, ছাড়িয়ে ছাড়ুেন, ছড়িয়ে ছাড়েন। মাধী হলো কাল ।