পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী । సిసి সৰ্ব্বাঙ্গ শাভিত শোণিষ্ঠ রস্তে, কিংগুক ইব ঋতু বসন্তে । চরণোপান্তে, মনজুরস্তে, রাথ কৃতান্ত দলনী ৯ আমরি আমরি সঙ্গিণী স্কল, ভাবে ঢল ঢল, চালে খল খল, টুল টল ধরণা । ভয়ঙ্কর কিবা, ডাকিতেছে শিব, শিখ উরে শিবা আপনি । প্ৰলয় কারিণী করে প্রমাণ,পরিচর ভূপ বৃথা বিবাদ, কহিছে প্রসাদ, দেহ সা প্রসাদ, প্রসাদ বিষাদ নাশিনী ॥ ২০২ ৷ আগমনী । রাগিণী মালসী। তাজ শুম্ভনিশি পোঙ্গাইল তোমার। এই সে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে। মুখশণী দেখ আমি, দূরে যাবে দুঃখরাশি, ও চাদ মুখের ক্ষরে । , শুনিয়া এ শুভ বাণী, এলো চুলে ধায় রাণী, বসন না সম্বরে। গদ গদ ভাব ভঞ্জে, ঝর ঝর আঁখি ঝরে, পাছে করি গিরিবরে, অননি কঁদে গলা ধোরে। পুর্ন কোলে ৰুমাইয়া, চারু মুখ নিরথিয়া, চুম্বে অরুণ অধরে। বলে জনক তোমার গিরি, লতি জনম ভিখারী, চোম হেন মুকুমারী, দিলাম দিগম্বরে। যত সহচরীগণ, হরে মানদিত মন, হেসে হেরে এসে ধরে করে