পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

35 পদাবলী । বটুচক্র ভেদ । রাগিণী বিভাস—তাল একতাল । কুলুকুগুলির্মী ব্ৰহ্মময়ী তারা তুমি আছ গে। অন্তরে, ম{ অtছ গো অস্তরে । এক স্থান মুলাধার, আর স্থান সহস্ৰtৱ, তার স্থান চিন্তামণি পুরে । শিব শক্তি সব্যে বামে, জাহ্নবী যমুনা নামে, সরস্বশী মধ্যে শোভ করে ॥ ভূজুঙ্গরূপ লোহিত, স্বয়ষ্ণুতে স্বনিদ্রিতা, এই ধ্যান করে ধন্য নরে । মূলাধার স্বাধিষ্ঠান, মণিপুর নাভিস্থান, অনাহুতে বিশুদ্ধtথ্য বরে ॥ বর্ণরূপ তুমি বট, ব, স, ব, ল, ত, ক, খ, ঠ, যোল স্বর কণ্ঠায় বিহরে । Aহ, ক্ষ, আশ্রয় ভুর, নিতান্ত কহিলা গুক, চিন্ত এই শরীর ভিতরে ॥ ব্ৰক্ষণ আদি পাঁচ ব্যক্তি, ডাকিন্যাদি ছয় শক্তি, ক্রমে বাল পদ্মের উপরে। গজেন্দ্র মকর তার, মেষবর কৃষ্ণুসার, আরোহণ দ্বিতীর কুঞ্জরে ॥ অঙ্গপা হইলে রোধ, তবে জন্মে তার বোধ, গুঞ্জে মৰ্ত্ত মধুব্রত স্বরে ।