পাতা:কাব্যসংগ্রহ-রামপ্রসাদ সেন.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাকুন্দর। কবির ভগবতীর স্তব । এথা কবিবর, সুন্দর স্বন্দর, . নিরথি নৃপজারূপ। ভাবে গদগদ, নাহি চলে পদ, শর হানে স্মর ভূপ ৷ কহ উপদেশ, কিরূপে প্রবেশ, 命 হব বিদ্যাবতী বাসে । দুরন্ত প্রহরী, দিব বিভােবরী, জাগে তনু কাপে ব্রাসে ॥ নলে ভগবতি, কিবা জানি স্তুতি, প্রধান প্রকৃতি কালী । শ্মশানবাসিনী, দনুজনাশিনী, মুণ্ডমালী মা করাণী ॥ ত্ৰৈলোকjবন্দিনী, ভূধরনন্দিনী, অধিল-ব্রহ্মাণ্ড-মাত । সকলসিদ্ধিদ1, গিরীশ প্রমদা, তুমি হুরি হর ধাত ॥ স্তব করে কবি, পরিতুষ্ট দেবী, পুনরপ্লি অজ্ঞা হয় । ভর নাহি বচ্ছ, ইহা কোন তুচ্ছ, মুখে কর পরিণয় | স্বীপরূপ কথা, অকস্মাৎ তথা, হুইল সুড়ঙ্গপথ । প্রসীদের বাণী, ভক্তের ভবাণী, পুৱাইলা মনোরথ । ないご)