পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,কাৰ্য-সঞ্চয়ন মরণের কালি ছেথা পায় না আমল, শ্মশান—ভীষণ তৰু নয়, . বিলাশ-ভূষণে তাজ নহে টলমল রাজা হেথ প্রতাপী প্রণয় ; মৃত্যুর অধিকার করিয়া দখল জাগে প্রেম, জাগে প্রেমময়। আজিকে দুয়ারে নাই চাদির কবাট— মোতির কবর-পোষ আর, তনু-বেদী ঘিরি' নাই কাঞ্চন-ঠাট, বাগিচার নাহিক বাহার ; তবু এ অভ্ৰভেদী জোৎস্না জমাট রাজাসন প্রেম-দেবতার । মখমল-কল্‌মল্‌ পড়ে না কানাৎ শাজাদীরা আসে না কেহই, করে না শ্রাদ্ধ-দিনে কেহ খয়রাৎ খিরুনির তরুগুলি বই ; বাদশা ঘুমান হেথা বেগমের সাথ – অবাক! চাহিয়া শুধু রই ! ঝরে গেছে মোগলের আফিমের ফুল— মণিময় ময়ূর-আসন, কবরে জেগেছে তার চামেলি-মুকুল মরণের না মানি শাসন ; অমল সে ফুলে চেয়ে যত বুলবুল জুড়িয়াছে পুলক-ভাষণ । ዓbም