এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নাপিতের মেয়ে মুরার স্থলাল চজগুপ্ত রাষ্ট্রপতি, গোরালার ভাতে পুষ্ট যে কাণু . . সকল রথীর সেরা সে রথী । বঙ্গে ঘরাণা কৈবৰ্ত্তের, o বামুন নহে গো—-কীয়েৎও নহে, আজো দেশ কৈবৰ্ত্ত রাজার যশের স্তম্ভ বক্ষে বহে । এরা হেয় নয়, এরা ছোট নয় ; হেয় তো কেবল তাদেরি বলি– গলায় পৈতা মিথ্যা সাক্ষ্যে পটু ধারা করে গঙ্গাজলী ; তার চেয়ে ভালো গুহক চাড়াল, তার চেয়ে ভাল বলাই হাড়ী,— ষে হাড়ীর মন পূজার আসন তারে মোরা পূজি বামুন ছাড়ি ; ধৰ্ম্মের ধারা ধরেছে সে প্রাণে হাড়ীর হাড়ে ও হাড়ীর হালে পৈতা তো সিকি পয়সার স্থতা পারিজাত-মাল। তাহার ভালে । রইদাস মুচি, মুদ্দীন কসাই,— গণি শুকদেব-সনক-সাথে, মুচি ও কসাই আর ছোটো নাই হেন ছেলে আহা হয় সে জাতে । চণ্ডাল সে তো বিপ্ৰ-ভাগিনা ধীবর-ভাগিনা যেমন ব্যাস, শাস্ত্রে রয়েছে স্পষ্ট লিখন नरइ cणों ५ी मरह छैनछांन । tரல் खांडिब्र ग्रँीडि