এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নীল পরী কানে মুনীল অপরাজিত, পাপড়ি চুলে জাফরাণের, পায়ে জড়ায় নুপুর হয়ে শেষ বাসরের রেশ গানের, নীল সাগরে নিচোল তোমার গগন নীলে উত্তরী, নীল পরী গো নীল পরী ! কণ্ঠেতে নীল পদ্মমালা, টিপৃটি নীলা কাচ-পোকার, ধূপের ধোয় পাখন তোমার, মূল কি তুমি সব ষোকার ! ভুলের প্রদীপ নয়নে তোর পিন্ধনে মেঘ-ডম্বরী, নীল পরী গো নীল পরী ! দুল লাগে ওই রূপ দেখে হায় ঢুলের ভূমি ঢল বিখার, তজা তোমার স্বৰ্ম্ম চোখের তজ্ঞ তোমার আলতা পা’র, নীল গাভী নীল মেঘ ছ'হে নাও তার বিজুলী শিং ধরি নীল পরী গো নীল পত্নী ! স্বপ্ন তোমার শাড়ীর আঁচল, মূৰ্ছ নিচোল নীলবরণ, ঘুম সে তোমার আলগা চুমা, মরণ নিবিড় আলিঙ্গন, বিদায়ে নীলকণ্ঠ পার্থী ক্লান্ত আঁখির শর্করী নীল পরী গো নীল পরী ! Yeo