পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমুদ্রাষ্টক সিন্ধু তুমি বন্দনীয়, বিম্ব তুমি মাহেশ্বরী, দীপ্ত তুমি, মুক্ত তুমি, তোমার মোরা প্রণাম করি । অপার তুমি, নিবিড় তুমি, অগাধ তুমি পরাণ-প্রিয় ! গহন তুমি, গভীর ভূমি, সিন্ধু তুমি বন্দনীয়। সিন্ধু তুমি, মহৎ কবি, ছন্দ তীব প্রাচীন অতি – কণ্ঠে তব বিরাজ করে "বিরাট-রূপা-সরস্বতী । আৰ্য্য তুমি বীৰ্য্যে বিভু, বঞ্চ তব উত্তরীয় ; মশ্রভাষী ইন্দু-সখী, সিন্ধু তুমি বন্দনীয় । সিন্ধু তুমি প্রবল রাজা, অঙ্গে তব প্রবাল-ভূষা, ৰত্নে হেম-নিষ্ক-মালা পরায় তোমা সন্ধ্যা-উৰা f স্বাধীন-চেতা মৈনাকেরে ইজ-রোৰে অভয় দিয়ে ; উপপ্লবে বন্ধু তুমি, সিন্ধু তুমি বন্দনীয় । মাল জিনি বরণ তব, অঙ্গে মরকতের ছ্যতি, কর্ণে তব তরঙ্গিছে গঙ্গা-গোদাবরীর স্বতি : নৰ্ম্ম সর্থী নদীর যত আধর-জধা হর্ষে পিয়ো । লাস্তগতি, হাস্তরতি, সিন্ধু তুমি বন্দনীয় । দিগগজের তোমার পরে নীলাজেরি ছত্র ধরে, আচ্ছাদিত বিপুল বপু বলদেবের নীলাম্বরে ; ক্ষুদ্ধ ঢেউই লাঙল তব মুষলধারী হে ক্ষত্রিয় ! অন্সরী সে অঙ্ক-শোভা ; সিন্ধু তুমি বন্দনীয়। উদয়-লয়ে ছলে গাথ কর্মী তুমি কৰ্শ্বে হার ; সাগর । ভবসাগর তুমি, তুমি অশেষ জন্মধারা ; তোমার ধারা লৰে যারা তাদের কাছে শুল্ক নিয়ে, শাসন কর, পালন কর, সিজু তুমি বন্দনীয় । > oS