পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন মেঘের তুমি জন্মদাতা, প্রার্ট তব প্রসাদ ৰাচে, বাড়ব-শিখা তোমার টীকা, জগৎ ঋণী তোমার কাছে, রত্ন ধর গর্তে তুমি, শস্তে ভয় ধরিত্রীও, পন্থা—পদ-চিহ্ন-হরা ; সিন্ধু তুমি বন্ধনীয়। উগ্ৰ তুমি বাছির হতে, ব্যগ্ৰ তুমি অহৰ্নিশি, अडरब्रटङ नाख छूमि अञ्चब्रखि cयोनौ भवि । তোমায় কবি বৰ্ণিৰে কি ? নও হুে তুমি বর্ণনীয়, আকাশ-গলা প্রকাশ তুমি, সিন্ধু তুমি বন্দনীয়। Ο πρώιμη παπα, Φαμπασα সিন্ধু-তাণ্ডব ( পঞ্চচামর ছন্দের অমুসরণে ) মহৎ ভয়ের মূরৎ সাগর বরণ তোমার তমঃশুামল ; মহেশ্বরের প্রলয়-পিনাক শোনাও আমায় শোনাও কেৰল । ৰাজাও পিনাক, বাজাওঁ মাদল, আকাশ পাতাল কাপাও হেলায়, মেঘের ধ্বজায় সাজাও জ্যলোক, সাজাও ভূলোক ঢেউয়ের মেলায়। ধবল ফেমার ফুটুক তোমার পাগল হাসির আভাস ফেনিল । আলাপ তোমার প্রলাপ তোমার বিলাপ তোমার শোনাও, হে নীল f 分为事