বড়দিনে মালিক ! তোমার রাজধানী হোক সকল মুলুক এ বিশ্বনিলয়ে, .সত্যি সনাথ হোক এ মৰ্ত্তভূমি। তোমার নামে জুইয়ে মাথা, অভয়-দাতা । দাড়াক জগৎ-প্রজা ঋজু হ’য়ে তোমার আশীৰ্ব্বাদে, তোমার যারা নকল, রাজা ! তাদের সাজা আসছে নেমে লোজা যুগাস্তেরি ভীষণ বজ্রনাদে। ' অমঙ্গলের ভূজগ-ফণার মঙ্গলেরি জলছে মহামণি কয় মোরে এই বিভাত-বেলার বিভা ;* বিভােবরীর নাই আয়ু আর, বিমল বায়ু বলছে মুকুল গণি’— কমল-বনে আসছে নবীন দিবা । বড়-দিনে তোমার শুভ জন্মদিনে প্রণাম তোমায় করছে অধৃষ্টান, ভগবানের ভক্ত ছেলে । ঋষির ঋষি ! ধৃষ্ট মহাপ্ৰাণ । সাত মনীষীর বন্দনীয় ওগো রাখাল ! ওগো দীনের দীন ! জগৎ সারা চিত্ত দিয়ে স্বীকার করে তোমার কাছে ঋণ । হৃদয়-লতার তত্ত্ব দিয়ে বিশ্ব সাথে বাধলে বিধাতারে, পিতা বলে ডাক্লে তারে আনন্মেরি সহজ অধিকারে। চম্কে যেন উঠল জগৎ নূতনতর তোমার সম্বোধনে ; *ांज्ञशांठी ॐ ल क्रएष, *ब्रडांप्नब्रां झनौ ॐांdछे भट्न ; টিটুকারী স্থায় সন্দেহীর, ভাবে বুঝি দাবী তোমার কাক, জুসের পরে জীবন দিয়ে রক্তে আপন করলে দলীল পাকা। \రిe
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।