পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন মৃত্যুপারের অন্ধকারে ফুটুল আলো, উঠল যে জয় গান, আপনি মরে বিশ্ব-নরে দিলে তুমি নবজীবন দান। স্বর্গে মৰ্বে বাধলে সেতু, ধন্ত ধরা তোমার আবির্ভাবে। মরণজয়ী দীক্ষণ তোমার জয়াজয়ে অটল লাভালাভে । 带 嘯 舉 暈 তাই তো তোমার জন্মদিনের নাম দিয়েছি আমরা বড়দিন, স্মরণে যার হয় বড় প্রাণ, হয় মহীয়া চিত্ত স্বার্থলীন ; আমরা তোমায় ভালবাসি, উক্তি করি আমরা অষ্টান, তোমার সঙ্গে যোগ যে আছে এই এসিয়ার, আছে নাড়ীর টান ; মস্ত দেশের ক্ষুদ্র মানুষ আমরা, তোমায় দেখি অবাক হয়ে, অশেষ প্রকার অধীনতার ক্রুসের কাটা সারাজীবন স’য়ে। ' বাষ্ট্র মোদের কাটার মুকুট, সমাজ মোদের কাটার শষ্য সে যে, যতই ব্যথায় পাশ ফিরি হার ততই বেঁধে, ততই ওঠে বেজে ! কাণ্ডারীহীন জীবন-যাত্রা, কুকাও তাই উঠছে কেবল বেড়ে, যোগ্যতম জবরদস্তি ফেলছে চাষে জগৎট শিং নেড়ে ! নৃশংসতার চুণ অতি হুণ টেক্কা দিয়ে চলছে পরস্পরে, শয়তানি সে অট্টহাসে সত্য-বাণীর কণ্ঠ চেপে ধরে ! গির্জা-ভাঙা হাউইটুজারের গর্জনে হায় ধৰ্ম্ম গেল তল, মাৎ হয়ে যায় মনুষ্যত্ব, কিস্তি স্থাকে ভব্য ঠগীর দল ! নিরীহ জন লাঞ্ছনা সয়, সে লাঞ্ছনা বাজে তোমার বুকে, নিত্য নুতন ক্রুসের কাঠে তোমায় ওরা বিধ ছে পেরেক ঠুকে । 肇 ● 谢 事 তোমার পরে জুলুম ক’রে ক্ষুঃ ক'রে মনুষ্যত্ব ধারা রোমের হুকুম-মহকুমা গুড়িয়ে গেল,ধূলায় হ’ল হারা। আজ বিপরীত-বুদ্ধি-বশে ভুলছে মানুষ ভুলছে কালের বাণী, তাসের পরে তাস সাজিয়ে ভাবছে হ'ল অটল বা রাজধানী। মাড়িয়ে মানুষ উড়িয়ে ধুলো অন্ধ বেগে কবন্ধ রথ চলে, ওষ্ঠবাসী ধৃষ্ট-ভক্তি ভুবছে নিতি নীটশেবাদের তলে । Y 8 a.