পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Tran ortat শুকৃ তারাটি আজ নিশীর্থে দিচ্ছে আলো পিচ কিরিতে, রাস্ত একে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম শ্রোতে । ফিরছে হাওয়া গায় ফু-দেওয়া মাল্লা মাঝি পড়ছে থ’কে ; .রাঙা আলোর লোভ দেখিয়ে ধরছে কারা মাছগুলোকে । চলছে তরী চলছে তরী— আর কত পথ ? আর ক° ঘড়ি ? এই যে ভিড়াই, ওই যে বাড়ী, ওই যে অন্ধকারের কঁাড়ি— ওই বাধা-বট ওর পিছনে দেখ ছ আলো ? ঐ তো কুঠি, ঐখানেতে পৌছে দিলেই রাতের মতন আজ কে ছুটি । বাপ বাপ, তিনখান দাড় জোর চলছে, তিনজন মাল্লার হাত সব জলছে গুরগুর মেঘ সব গায় মেঘ-মল্লার দূর-পাল্লার শেষ शंझांड् भांल्लांञ्च । >@@