গিরিরাণী আঁধার ঘরে বরষ পরে উমা আমার আসে, চোথের জলে তবু এমন চোখ কেন গো ভাসে ? শরৎ-চাঁদের অমল আলোয় হাসে উমার হাসি, জাগায় মনে উমার পরশ শিউলি-ফুলের রাশি ; উমার গায়ের আভা দেখি সকাল-বেলার রোদে, দেখতে দেখতে সারা আকাশ নয়ন কেন মোদে ! উৎসুকী মন হঠাৎ কেন উদাস হয়ে পড়ে, শরৎ-আলোর প্রাণ উড়ে যায় অকাল মেঘের ঝড়ে । বরণ-ডালার আলোর মালার সকল শিখা কাপে ; রোদন-ভরা বোধন-বেলা ; বুক যে ব্যথায় চাপে । উদাস হাওয়া হঠাৎ আমার মন টানে কার পানে, হাসির আভায় যায় ডুবে হায় নয়ন-জলের বানে । বছর পরে আসছে উমা বাজ ল না মোর শাখ, উম এল ; হায় গিরিবর, কই এল মৈনাক ? {} { } 疊 কই এল বীরপুত্র আমার, কই সে অভয়ব্ৰতী, অত্যাচারের মিথ্যাচারের শক্র উদারমতি ; কাটুতে পাখা পারেনি যার বজ্ৰ তীক্ষুধার, পাখনা মেলে মায়ের কোলে আসবে না সে আর ? বিধির দত্ত বিভূতি যে রাখলে অটুটু একা,— নিৰ্ব্বাসনে করলে বরণ,—পাব না তার দেখা ? লে বিনা, হায়, শূন্ত হৃদয়, পুস্ত এ মোর ঘর, ছিন্নপাথ শৈলকুলের কই সে পক্ষধর ? Y &&e
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।