আজকে সে হায় লুকিয়ে বেড়ায় কোন সাগরের তলে, মাথার পরে আট পহরে কী তার তুফান চলে। " হারিয়েছে সে স্বৈরগতি, অব্যাহতি নাই, স্বভাব-স্বাধীন কাটায় যে দিম বন্ধনে একঠাই । কন্ত দিয়ে দেব তা-জামাই বেঁধেছিলাম আমি, কি ফল হ’ল ? চোখের জলে কাটাই দিবসযামী । 'দেবাদিদেব কয় লোকে তায়.কেউ বলে তায় ‘শিব’,— র্তার বরে হায় হ’ল মোদের ব্যথাই চিরঞ্জীব ! যম-যাতনা হ’ল স্থায়ী শিবকে জামাই পেয়ে, সোৎ বছরে তিনটি দিনের অতিথ হ'ল মেয়ে ; ছেলে হ'ল পর-চেয়ে দুর-এ ছখ কারে কই ? হারিয়ে ছেলে হারিয়ে মেয়ে শূন্ত ঘরে রই। উমার বিয়ের রাত থেকে আর সোয়াস্তি নেই মনে রাত্রি দিনে জল না শুকায় এ মোর জুনিয়নে । 骨 疊 蠱 মৈনাকেরি মৌন শোকে মন যে ম্রিয়মাণ ; বোধন-বেলার শানাই বাজে,—কাদে আমার প্রাণ। কতদিনের কত কথা মনের আগে আসে, জলে-ছাওয়া ঝাপস চোখে স্বপ্ন-সমান ভাসে। মনে পড়ে মোর আঙিনায় বর-বিদায়ের রথ, সার দিয়ে খান মু-কৃতি ভোজ তিন কোটি পৰ্ব্বত। ভোজের শেষে হঠাৎ এসে খবর দিল চরে,— হেম-সুমেরুর হৈমচুড়া ইন্দ্র হরণ করে ! উঠল রুষে বজ্রললাট শৈল কুলাচল, পড়ল ডঙ্কা যুদ্ধ লাগি, তিন কোটি চঞ্চল ! বিদায় ক’রে গৌরী হরে মন্ত্রণ সব করে বাদল-ঘেরা মেঘের ডেরা মেঘ-মওল স্বরে । >@ፃ
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।