ঐরাবতে মাথায় হেনে পাষাণ করবাল শুেনের বেগে ডুবল জলে আমার সে স্থলাল । বক্স নাগাল পেলে না তার,—মিলিয়ে গেল কোথা, মূৰ্ছ-শেষে দেখয় কেবল বয় সাগরের সেীতা ! 髒 昏 事 সেই অবধি চোখের আড়াল, চোখের মণি পর ; পাখনা ছুটে যায়নি কাটা এই বা স্বখবর। স্তায়-ধরমের মর্য্যাদা মান রাখতে গেল যার হার মেনে হয়ে লাঞ্ছনা সয়, হেঁটমুখে রয় তারা ! ইন্দ্র নিলেন পরের সোনা—সেই করমের ফলে আমার মাণিক হারিয়ে গেল অতল সিন্ধুজলে। কুক্ষণে কার হয় কুমতি রোয় সে বিষেয় লতা, ফল খেয়ে তার পান্থপাৰ্থী লোটায় যথাতথা । কোথায় পাপের স্বত্ৰ হ’ল—উঠল ঝোড়ো হাওয়া,— দিন-মজুরের উড়ল কুঁড়ে বুকের বলে ছাওয়া । • কোথায় লোভের ঘৃণ্য শোলুই জন্মাল কার মনে,— সাপ হয়ে সে জড়িয়ে দিল লোক্সানে কোন জনে । ডুবে গেলাম, ডুবে গেলাম, ডুবে গেলাম আমি, নয়নজলের মুন-পাথারে তলিয়ে দিবস-যামী । সবে আমার একটি মেয়ে, শ্মশানে তার ঘর ; ছেলেও আমার একটি সবে, তাও সে দেশান্তর, লুকিয়ে বেড়ায় চোরের মতন বড় চোরের ভয়ে । কেমন আছে ? কে দেবে তার খবর আমায় ক’য়ে ? হাওয়ার মুখেও বার্তা না পাই ইজদেবের দাপে ; পার্থী বলে, পবন বলে, সৰাই ভয়ে কাপে । ১৩১ YY
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।