পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মূৰ্ত্তি-মেখলা বিশ্বদেবের দেউল বিরিয়া মূৰ্ত্তি-মেখলা রাজে— কত ভঙ্গীতে কত না লীলায় কত রূপে কত সাজে, দিকে দিকে আছে পাপড়ি খুলিয়া সোনার মৃণাল মাঝে ! বিশ্বরাজের শত ঝরোখায় আলোর শতেক ধারা, শতেক রঙের অভ্রে ও কাচে রঙীন হয়েছে তারা, গর্ভগৃহেতে শুভ্র আলোক জ্বলিছে স্বৰ্য্য-পার । বিশ্ববীজের বিপুল আকাশ আকাশ-পাতাল জুড়ি' অনাদি কালের অক্ষয়-বটে. কত ফুল কত কুঁড়ি, উদ্ধে উঠেছে লাখ লাখ শাখা নিম্নে নেমেছে ঝুরি । বিশ্ববীণার শত তার তবু একটি রাগিণী বাজে, একটি প্রেরণা করিছে যোজনা শত বিচিত্র কাজে,